How to Create Account in BRTA Driving Licence I BSP Portal I বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন বিএসপি পোর্টালে রেজিষ্ট্রেশন করার পদ্ধতি

How to Create Account in BRTA BSP Portal - বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন বিএসপি পোর্টালে রেজিষ্ট্রেশন করার পদ্ধতি


আসসালামু আলাইকুম,, 
সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভাল আছেন। 


ইতিপূর্বে আমাদের আগের পোস্টগুলো যারা মিস করেছেন তারা নিচ থেকে পোস্টগুলি দেকে নিন।
আজকে আপনাদেরকে দেখাবো, 

কিভাবে আপনার হাতের স্মার্ট ফোন দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএ বিএসপি পোর্টালে একটি নতুন রেজিষ্টারকৃত অ্যাকাউন্ট খুলবেন । 

how-to-create-account-in-brta-driving-licence

Table of Contents
  1. ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া
  2. লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
  3. আবেদন করার প্রক্রিয়া

ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া :


গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে (bsp.brta.gov.bd)-এর মধ্যমে আবেদন করতে হবে। অনলাইন সিস্টেম থেকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে এবং গ্রাহক সাথে সাথেই সিস্টেম থেকেই তার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে নিতে পারবেন। এরপর ২/৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট-এ অংশ গ্রহণ করতে হবে। এসময় প্রার্থীকে প্রয়োজনীয় প্রমাণক, তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে।

লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১। নির্ধারিত ফরমে আবেদন অনলাইনে আবেদন।

২।  আবেদনকারীর ছবি [ছবির সাইজ সর্বোচ্চ ১৫০ কেবি (৩০০ x ৩০০ পিক্সেল)]
৩।  রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (সর্বোচ্চ ৬০০কে.বি)। মেডিক্যাল সার্টিফিকেটের ফর্মের জন্য  এখানে ক্লিক করুন ]
৪।  জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি)
৫।  ইউটিলিটি বিলের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি), [ আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে ]
৬।  বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি [ ড্রাইভিং লাইসেন্সের নবায়ন/শ্রেণী পরিবর্তন/শ্রেণী সংযোজন/ লাইসেন্সের ধরণ পরিবর্তণের ক্ষেত্রে প্রযোজ্য ] (সর্বোচ্চ ৬০০কে.বি)
৭।  অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮। নির্ধারিত ফী, ১ ক্যাটাগরি-৫১৮/-টাকা ও ২ ক্যাটাগরি-৭৪৮/-টাকা অনলাইনে পরিশোধ।



বিআরটিএ বিএসপি পোর্টালের মাধ্যমে এখন ঘরে বসেই আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। 
তার জন্য সর্বপ্রথম আপনাকে রেজিস্টারকৃত একটা অ্যাকাউন্ট থাকতে হবে। 


আবেদন করার প্রক্রিয়াঃ


এর জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ফোনের যেকোন একটি ব্রাউজারে। ব্রাউজারের ইউআরএলবারে গিয়ে টাইপ করতে হবে  bsp.brta.gov.bd এবং কিবোর্ড থেকে Go বাটনে প্রেস করতে হবে।




তারপর এরকম নিচের মত আসবে, এরকম   বিজ্ঞাপনের নোটিশ আসলে ক্লোজ করে দিন।


এবার এরকম ইন্টারফেস দেখতে পাবেন। 
এবার নিবন্ধন ক্লিক করুন। 



নিচের মতো এরকম পেজ আসবে, 
›› এখানে আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন। 
›› জাতীয় পরিচয় পত্রের নম্বর টাইপ করুন।
››  আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্টার করা ফোন নাম্বার টাইপ করুন।
›› এখন অনুসন্ধানে ক্লিক করুন। 

›› অনুসন্ধান বাটনে ক্লিক করুন।





অনুসন্ধান বাটনে ক্লিক করার পরে নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন, এখানে আপনাকে আপনার ফোনে BRTA থেকে প্রেরিত ৬ সংখ্যার ওটিপি কোডটি লিখে দিতে হব।





৬সংখ্যার ওটিপি কোডটি পেতে একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে বিআরটিএ সার্ভার থেকে পাঠানো একটি ও টিপি মেসেজ চলে আসবে। 




আপনার ফোনের মেসেজ চেক করলে এরকম কোডটি দেখতে পাবেন।
এখান থেকে এরকম ( 819269 ) এই ছয় সংখ্যার ওটিপি  কোড টি নিয়ে নিন। 





ওই ছয় সখ্যার ওটিপি টা এখানে টাইপ করুন এবং ওটিপি যাচাই করুন বাটনে ক্লিক করুন।



[বিঃদ্রঃ আপনার ফোনে মেসেজ না গেলে "এখানে" বাটনে ক্লিক করুন]




ও টিপি যাচাই করুন বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টার্ফেস দেখতে পাবেন। 
Your Mobile no Successfuly Varified.
 এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করুন। 




নিচের দিকে আসলে এরকম অপশন দেখতে পাবেন এখান থেকে, 
পাসওয়ার্ড নির্বাচন করুন এবং 
পাসওয়ার্ড নিশ্চিত করুন
দুইটি বক্সে আপনার নতুন একটি পাসওয়ার্ড টাইপ করুন। 
তারপর নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন। 



নিবন্ধন করুন বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ACCOUNT CREATED SUCCESSFULY.......


ব্যাস,, হয়ে গেল আপনার বিআরটিএ বিএসসি পোর্টাল সার্ভারে রেজিস্ট্রেশন একাউন্ট করা ।




[ বিঃদ্রঃ অনেকের ওটিপি ভেরিফাই করার সময় একাউন্ট ভেরিফাই না ও হতে পারে, Eror দেখাতে পারে , data not found আসতে পারে, NID does not missing  আরো বিভিন্ন ধরনের মেসেজ দেখাতে পারে যে একাউন্টে ভেরিফিকেশন হয়নি। 
তাদের ক্ষেত্রে নতুন করে প্রথম থেকে আবার ট্রাই করুন।
অথবা, ফোন নাম্বার পরিবর্তন করে অন্য আরেকটি নম্বর দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ]





আরো ভালোভাবে বুঝতে নিচ থেকে ভিডিওটি দেখতে পারেন।






Tag:
How do I change my phone number on my BSP account? 
How do I pay my BRTA fees online? 
How can I apply driving Licence in Bangladesh? 
How much is the BRTA smart card fee? 
 ড্রাইভিং লাইসেন্সের জন্য বিএসপি পোর্টালে রেজিষ্ট্রেশন 
 ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবে?
 লাইসেন্স কত প্রকার কি কি? 
ড্রাইভিং লাইসেন্স করতে কত সময় লাগে?, how-to-create-account-in-brta-driving-licence.html





Read more...
1. Google Adsense Online Earning (a to z) I গুগল অ্যাডসেন্স কি? গুগল এডসেন্স থেকে আয় করার উপায়? অনুমোদনের নতুন নিয়ম ২০২৪
2. BRTA Exam Question Motor Driving Licence | ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন | ড্রাইভিং ভাইভা এবং লিখিত পরীক্ষা | SHOPNERBD (A to Z -১ম পর্ব)
3. BRTA Exam Question Motor Driving Licence 2 | ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন | ড্রাইভিং ভাইভা এবং লিখিত পরীক্ষা | SHOPNERBD (A to Z - ২য় পর্ব)
4. Stylist Blog Navigation Bar Pagenavi Blogger I আপনার ওয়েব সাইটের ব্লোগ পোস্টের পেইজ নেভিগেশনবার বসান | Stylist Page Navigation Bar
5. Driving Licence Application I Driving license fee 2024 - ড্রাইভিং লাইসেন্স আবেদন | ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে | ড্রাইভিং লাইসেন্স ফি ২০২৪
6. How to Create Account in BRTA Driving Licence I BSP Portal I বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন বিএসপি পোর্টালে রেজিষ্ট্রেশন করার পদ্ধতি
7. Government holidays Bangladesh 2024 | Calender | সরকারি সকল ছুটি সমূহ ২০২৪

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.