গুগল অ্যাডসেন্স কি? গুগল এডসেন্স থেকে আয় করার উপায়? অনুমোদনের নতুন নিয়ম ২০২৪ | Google Adsense (a to z)
সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম,
আজকে আমরা Goole Adsense সম্পর্কে (a to z) জানবো।
Table of Contents
- গুগল অ্যাডসেন্স কি?
- গুগল অ্যাডসেন্স এর কাজ কি?
- গুগল এডসেন্সে কি কি প্লাটফর্ম থেকে আয় করা যায়?
- গুগল এডসেন্স একাউন্ট কিভাবে খুজে পাব?
- Google AdSense এর জন্য কিভাবে আবেদন করবেন?
-
- মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করতে হবে
- একটি ভালোমানের প্ল্যাটফর্ম চয়েজ করতে হবে
- ডিজাইন এবং নেভিগেশন দৃষ্টিনন্দন করতে হবে
- আপনার সাইটে About Us, Contact Us, এবং Privacy Policy পেজ যুক্ত করতে হবে
- পর্যাপ্ত কন্টেন্ট এবং নিয়মিত আপডেট করতে হবে
- AdSense নীতির সাথে সম্মতি রেখে কন্টেন্ট তৈরি করতে হবে
- সাইটের ভিজিটের গতি এবং কর্মক্ষমতা উন্নত করতে হবে
- সাইটে অতিরিক্ত বিজ্ঞাপন, রেফার এবং পপ-আপগুলো রাখা যাবেনা
- SEO বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান
- মালিকানা
- বয়সের বিষয়ে নিষেদ্ধাজ্ঞা
- ইউনিক কন্টেন্ট বা মানসম্মত বিষয় থাকতে হবে
গুগল এডসেন্স কি?
গুগল এডসেন্স এর কাজ কি?
গুগল এডসেন্সে কিভাবে আবেদন করতে হয়?
গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা আয় করা যায়?
গুগল এডসেন্স এর নিয়ম?
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব?
গুগল এডসেন্সে কিভাবে আমাদের সাইট দ্রুত অনুমোদন করবো?
গুগল অ্যাডসেন্স কি?
এটি গুগল দ্বারা পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন।
এটি মূলত একটি লাভ-অংশিদারী প্রকল্প, এর মাধ্যমে গুগল অ্যাডসেন্স ব্যবহারকারী তার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত বিজ্ঞাপনের বিষয়বস্তু থেকে অর্থ উপার্জন করতে পারেন। একটি গ্রাহকেরা কিছু শর্তসাপেক্ষে তার সাইট, চ্যানেল, পেজে গুগল নির্ধারিত বিজ্ঞাপণ প্রদর্শনের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারেন।
গুগল অ্যাডসেন্স এর কাজ কি?
গুগল এ্যাডসেন্সের মাধ্যমে তাদের কাছে বিভিন্ন কোম্পানির জমাকৃত বিজ্ঞাপন ওয়েব মাস্টারদের মাধ্যমে তাদের ওয়েবসাইটে প্রচার করে। এর মাধ্যমে খুব সহজে গুগল এবং ওয়েবসাইটের মালিক দুজনেই অর্থ উপার্জন করতে পারে।
গুগল এডসেন্সে কি কি প্লাটফর্ম থেকে আয় করা যায়?
১) আপনার ব্যাক্তিগত বা কোম্পানির যে কোন ধরনের ব্লোগ, ই-কমার্স, ডাউনলোড, নিউজ পোর্টাল ইত্যাদি ওয়েবসাইটের মাধ্যমে।
২) ইউটিউব চ্যানেল থেকে (Google AdSense - youtube)।
৩) সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ, কন্টেন্ট, ভিডিও এর মাধ্যমে।
৪) মোবাইলফোন বা ডেস্কটপ ভার্সনের এপ্লিকেশনের মাধ্যমে।
৫) রেফারেন্সের মাধ্যমে বা ক্লিক ইত্যাদির মাধ্যমে আপনি গুগল এ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
গুগল এডসেন্স একাউন্ট কিভাবে খুজে পাব?
যদি ইতিপূর্বে আপনার কোন এ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে লিংককে ভিজিট করে আপনার Google Adsense এ্যাকাউন্টটি খুঁজে পাবেন। আর যদি তৈরি করা না থাকে তাহলে এখান থেকে এ্যাকাউন্ট তৈরি করে নিবেন। https://www.google.com/adsense/new/login
Google AdSense এর জন্য কিভাবে আবেদন করবেন?
নিচের Google Adsense Rules 202৪ মোতাবেক আপনার ওয়েবসাইটটি পূরণ করা হলে, Google AdSense ওয়েবসাইটে যান, (https://www.google.com/adsense) এখানে যাবার পরে,
ক) প্রথমে আপনার জিমেইল এ্যাকাউন্টটি দিয়ে লগইন করুন
খ) একটি অ্যাকাউন্টের তৈরি করার জন্য লগইন বা সাইন আপ করুন।
গ) আপনার ওয়েবসাইটের URL সহ আবেদন ফর্মটি পূরণ করুন,
ঘ) এখানে সঠিক তথ্য প্রদান করুন এবং সবকিছু পূরন করার শেষে পর্যালোচনার জন্য Google Adsense এর কাছে জমা দিন।
আপনার সাইট গুগল অ্যাডসেন্সের জন্য অনুমোদন পেতে হলে, আপনাকে নিচের এই সাধারণ নির্দেশিকাগুলো অবশ্যই অনুসরণ করতে হবে
1. মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করতে হবে:
পোস্ট করার আগে নিশ্চিত হোন, যে আপনার টপিকে মূল্যবান কন্টেন্ট রয়েছে যেগুলো আসল এবং ভিজিটর আকর্ষক। Google AdSense তাদের ব্যবহারকারীদের উচ্চ মানের কন্টেন্ট অফার করে। তাই এমন সাইটগুলোকে দ্রুত অনুমোদন করার সম্ভাবনা বেশি থাকে।
2. একটি ভালোমানের প্ল্যাটফর্ম চয়েজ করতে হবে:
ভালোমানের একটি ব্লগিং প্ল্যাটফর্ম ব্যবহার করুন যা আপনাকে আপনার ওয়েবসাইট এবং এর বিষয়বস্তুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে দেয়। জনপ্রিয় কিছু প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে Wordpress, Blogger এবং Square Space।
3. ডিজাইন এবং নেভিগেশন দৃষ্টিনন্দন করতে হবে:
একটি ব্যবহারকারীদের দৃষ্টিনন্দন করতে আপনার সাইটের ডিজাইন অপ্টিমাইজ করুন৷
সাইটের Header, Menu, Footer এগুলো দর্শকদের আকর্ষন করে এমন ভাবে ডিজাইন করুন। এবং মোবাইল এবং ডেস্কটপ ভার্শনের ফ্রেন্ডলি হিসেবে নেভিগেশনগুলো তৈরি করুন। যাতে যেকোন ডিভাইস থেকে আপনার সাইটর ঢুকলে যেন খুব সহজেই আকর্ষিত হয়।
4. আপনার সাইটে About Us, Contact Us, এবং Privacy Policy পেজ যুক্ত করতে হবে:
আপনার সাইটটি যে একটি বৈধ এবং আসল এটি প্রমান করার জন্য আপনাকে অবশ্যই এই ধরনের পেজ তৈরি করে এর আপনার সম্পর্কে, যোগাযোগ এবং গোপনীয়তা সম্মন্ধে বুঝাতে হবে।
5. পর্যাপ্ত কন্টেন্ট এবং নিয়মিত আপডেট করতে হবে:
Google AdSense-এর জন্য আবেদন করার পূর্বে নিশ্চিত হোন যে আপনার সাইটে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট রয়েছে।
কম হলেও ভালো মানের সর্বনিম্ন ২০টি পোস্ট থাকতে হবে।
নিয়মিত সেগুলো আপডেট এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে।
6. AdSense নীতির সাথে সম্মতি রেখে কন্টেন্ট তৈরি করতে হবে:
Google AdSense নীতিগুলোর সাথে নিজেকে পরিচিত করুন এবং নিশ্চিত হোন যে আপনার সাইটের কন্টেন্টগুলো সেই নীতিগুলো মেনে তৈরি করা হয়েছে৷ নিষিদ্ধ বিষয়বস্তু, কপিরাইট লঙ্ঘন, এবং অবৈধ ক্লিক কার্যকলাপ সম্পর্কিত কন্টেন্ট যেন না হয় সেই নীতিগুলিতে বিশেষ মনোযোগ দিতে হবে।
7. সাইটের ভিজিটের গতি এবং কর্মক্ষমতা উন্নত করতে হবে:
আপনার সাইটে পোস্টের মধ্যে ব্যবহৃত ছবি অপ্টিমাইজ করে সাইজ কমিয়ে আপলোড করতে হবে। ক্যাশিং কৌশল ব্যবহার করতে হবে এবং একটি ভালোমানের নির্ভরযোগ্য হোস্টিং নিতে হবে। যাতে করে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার সাইটটি লোড হয় এবং দ্রুত কার্যসম্পাদন করা যায়।
8. সাইটে অতিরিক্ত বিজ্ঞাপন, রেফার এবং পপ-আপগুলো রাখা যাবেনা:
আপনার সাইটে যদি অধিক বিজ্ঞাপন থাকে তাহলে গুগল এটাকে অনুমোদন দিবেনা।
কারন অতিরিক্ত বিজ্ঞাপন এবং পপ-আপের কারনে ভিজিটরেরা পোস্টগুলো ভালোভাবে দেখতে পাবেনা।
তাই অতিরিক্ত বিজ্ঞাপন পপ-আপ সরিয়ে ফেলতে হবে।
9. SEO বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান:
গুগল অ্যাডসেন্স এর আরেকটি গুরুত্বপূর্ন কাজ হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান ( এসইও )।
এটি হলো একটি ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিন থেকে একটি ওয়েব পেজে ওয়েবসাইট ট্রাফিকের গুণমান এবং পরিমাণ উন্নত করার প্রক্রিয়া। Google, Bing, Yahoo, yandex ইত্যাদি এগুলো হলো সার্চ ইঞ্জিন, এর মাধ্যমে ভিজিটরেরা সার্চ করে আপনার সাইটে ভিজিট করবেন। তাই খুব ভালোভাবে আপনাকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান ( এসইও ) এর সাথে পরিচিত হতে হবে এবং আপনার সাইটটিকে সুন্দরভাবে SEO করে নিতে হবে।
10. মালিকানা:
যে ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলে AdSense এর অনুমোদন করাতে চান সেটি আপনার নিজের নামে হতে হবে। অর্থাৎ অন্যের ইউটিউব চ্যানেলে বা সাইটের জন্য আবেদন করে আপনার কোন ধরেনের লাভ হবে না।
11. বয়সের বিষয়ে নিষেদ্ধাজ্ঞা:
আপনার বয়স কমপক্ষে ১৮+ হতে হবে, এর নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না। তবে হ্যাঁ আপনি চাইলে আপনার বাবা, মা, ভাই, বোন বা অন্য কোন আত্মীয়র নামে আবেদন করতে পারেন। তবে, কিন্তু যখন AdSense থেকে পেমেন্ট নিতে যাবেন তখন যার নামে AdSense একাউন্ট করা থাকবে তার নামে টাকা আসবে।
12. ইউনিক কন্টেন্ট বা মানসম্মত বিষয় থাকতে হবে:
Google AdSense এর নীতি মেনে চলে এরকম বিষয় কন্টেন্ট থাকতে হবে আপনার সাইটে চ্যানেলে। কোন ধরনের কপিরাইট কন্টেন্ট, ১৮+ আডাল্ট ছবি বা ভিডিও, ক্যাশিনো বা বাজি, সেন্সিটিভ ছবি বা ভিডিও, পাইরেসি কন্টেন্ট গান, সফটওয়্যার ডাউনলোড লিংক সহ যাবতীও অবৈধ জিনিষ সম্পর্কীত কন্টেন্ট থাকলে আপনার অ্যাডসেন্স এর আবেদন বাতিল করা হবে।
গুগল এডসেন্স একাউন্ট,
গুগল এডসেন্স এর কাজ কি,
গুগল এডসেন্স পেমেন্ট,
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব,
টাইপিং করে টাকা ইনকাম করার উপায় হতভাগা,
গুগল এডসেন্স একাউন্ট কি,
গুগল এডসেন্স ইউটিউব,
Read more...
1. Google Adsense Online Earning (a to z) I গুগল অ্যাডসেন্স কি? গুগল এডসেন্স থেকে আয় করার উপায়? অনুমোদনের নতুন নিয়ম ২০২৪
2. BRTA Exam Question Motor Driving Licence | ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন | ড্রাইভিং ভাইভা এবং লিখিত পরীক্ষা | SHOPNERBD (A to Z -১ম পর্ব)
3. BRTA Exam Question Motor Driving Licence 2 | ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন | ড্রাইভিং ভাইভা এবং লিখিত পরীক্ষা | SHOPNERBD (A to Z - ২য় পর্ব)
4. Stylist Blog Navigation Bar Pagenavi Blogger I আপনার ওয়েব সাইটের ব্লোগ পোস্টের পেইজ নেভিগেশনবার বসান | Stylist Page Navigation Bar
5. Driving Licence Application I Driving license fee 2024 - ড্রাইভিং লাইসেন্স আবেদন | ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে | ড্রাইভিং লাইসেন্স ফি ২০২৪
6. How to Create Account in BRTA Driving Licence I BSP Portal I বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন বিএসপি পোর্টালে রেজিষ্ট্রেশন করার পদ্ধতি
7. Government holidays Bangladesh 2024 | Calender | সরকারি সকল ছুটি সমূহ ২০২৪