Driving Licence Application - Driving license fee 2024 - ড্রাইভিং লাইসেন্স আবেদন | ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে | ড্রাইভিং লাইসেন্স ফি ২০২৪
বর্তমান সময়ে মোটর ড্রাইভিং লাইসেন্স অনেক গুরুত্বপূর্ণ দলিল একটি, এটি কোন কোন ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের পরিবর্তেও ব্যাবহার করা হয়। চলুন আজকে আমরা মোটর ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সকল বিষয় জানবো।
Table of Contents
- মোটর ড্রাইভিং লাইসেন্স কি?
- লাইসেন্স কত প্রকার কি কি?
- পেশাদার লাইসেন্স কি
- অপেশাদার লাইসেন্স কি?
- লাইসেন্স কত ধরনের কি কি?
- লাইসেন্স করার পূর্বে যেসকল বিষয় জানতে হবে
- ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া
- ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে
- লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া
- অপেশাদার নবায়ন প্রক্রিয়া
- পেশাদার নবায়ন প্রক্রিয়া
- নবায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র
- ডুপ্লিকেট লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র
মোটর ড্রাইভিং লাইসেন্স কি?
দেশের সর্বসাধারণের ব্যবহার্য স্থানে মোটরযান চালানোর জন্য লাইসেন্স কর্তৃপক্ষ brta কর্তৃক ইস্যুকৃত বৈধ দলিলই হলো মোটর ড্রাইভিং লাইসেন্স।
লাইসেন্স কত প্রকার কি কি?
লাইসেন্স ২ প্রকার
১. পেশাদার লাইসেন্স
২. অপেশাদার লাইসেন্স
পেশাদার লাইসেন্স কি
পেশাদার লাইসেন্স হলো মালিকানাধিন যেকোন মোটরযান চালানোর পরমিশন। এটার মেয়াদ ৫বছর এই ক্যাটেগরিতে মোটরসাইকেল, হালকা, মাঝারি, ভারি সকল মানের গাড়ি চালানোর পারমিশন দেয়া হয়।।
অপেশাদার লাইসেন্স কি
পেশাদার লাইসেন্স হলো নিজের ব্যাক্তিগত গাড়ি চালানোর দলিল। এটির মেয়াদ ১০বছর এই ক্যাটেগরিতে শুধু মোটরসাইকেল এবং হালকা মানের গাড়ি চালানোর পারমিশন দেয়া হয়।
লাইসেন্স কত ধরনের কি কি?
লাইসেন্স ৫ ধরনের
১. তিন চাকারযান
২. মটর সাইকেল
৩. হালকা
৪. মাঝারি
৫. ভারি
ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগেঃ
১| লাইসেন্স আবেদনপত্রে বাংলা ও ইংরেজীতে নির্ভুল তথ্য যথাযথভাবে পূরন করতে হবে।
২| আবেদনকারীর ছবি (পাসপোর্ট সাইজ ২ কপি, স্ট্যাম্প সাইজ ১ কপি)
৩| জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি। (১কপি)
৪। শিক্ষাগত যোগ্যতার সনদ এর স্ক্যান কপি। [কমপক্ষে ৮ম শ্রেণী পাস হতে হবে ] (১ কপি)
৫। ইউটিলিটি বিলের স্ক্যান কপি [ আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা
যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে ] (১কপি)
৬। বিআরটিএ এর মেডিকেল ফরমে রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট। (১কপি)
৭| সরকারি হাসপাতাল থেকে ডোপ টেস্টের সনদ। [ পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে]
লাইসেন্স করার পূর্বে যেসকল বিষয় জানতে হবেঃ
• পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর পূর্ন হতে
হবে।
• লাইসেন্স আবেদনপত্রে বাংলা ও ইংরেজীতে নির্ভুল তথ্য যথাযথভাবে পূরন করতে হবে।
• গ্রাহকের বর্তমান ঠিকানায় উল্লিখিত থানার উপর ভিত্তি করে ড্রাইভিং লাইসেন্স আবেদনটি সংশ্লিষ্ট বি আর টি এ সার্কেল অফিসের আওতাধীন হবে।
• জাতীয়পরিচয়পত্রে থাকা তথ্য অনুযায়ী গ্রাহকের সকল তথ্য অটোমেটিক আপডেট হবে।
• লাইসেন্সের আবেদন সম্পন্ন হওয়ার পরে লাইসেন্স হাতে না আশা পর্যন্ত কোন প্রকার তথ্য
সংশোধন করা যাবে না।
• অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স
আবেদন বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া :
গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে (bsp.brta.gov.bd)-এর মধ্যমে আবেদন করতে হবে। অনলাইন সিস্টেম থেকে তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে এবং গ্রাহক সাথে সাথেই সিস্টেম থেকেই তার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে নিতে পারবেন। এরপর ২/৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট-এ অংশ গ্রহণ করতে হবে। এসময় প্রার্থীকে প্রয়োজনীয় প্রমাণক, তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে।লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। নির্ধারিত ফরমে আবেদন অনলাইনে আবেদন।
২। আবেদনকারীর ছবি [ছবির সাইজ সর্বোচ্চ ১৫০ কেবি (৩০০ x ৩০০ পিক্সেল)]
৩। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (সর্বোচ্চ ৬০০কে.বি)। মেডিক্যাল সার্টিফিকেটের ফর্মের জন্য এখানে ক্লিক করুন ]
৪। জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি)
৫। ইউটিলিটি বিলের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি), [ আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে ]
৬। বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি [ ড্রাইভিং লাইসেন্সের নবায়ন/শ্রেণী পরিবর্তন/শ্রেণী সংযোজন/ লাইসেন্সের ধরণ পরিবর্তণের ক্ষেত্রে প্রযোজ্য ] (সর্বোচ্চ ৬০০কে.বি)
৭। অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮। নির্ধারিত ফী, ১ ক্যাটাগরি-৫১৮/-টাকা ও ২ ক্যাটাগরি-৭৪৮/-টাকা অনলাইনে পরিশোধ।
লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফী প্রদান করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য সংশিস্নষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেয়া হয়।
ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া:
(ক) অপেশাদার নবায়ন প্রক্রিয়াঃ
গ্রাহককে প্রথমে নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ৪,২১২/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ৫১৮/- টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে একইদিনে গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণ করা হয়। স্মার্ট কার্ড wপ্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
(খ) পেশাদার নবায়ন প্রক্রিয়াঃ
পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্ত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২,৪৮৭/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ৫১৮/- টাকা জরিমানাসহ ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহককে নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হয়। স্মার্ট কার্ড wপ্রন্টিং-এর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
নবায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র:
১। নির্ধারিত ফরমে আবেদন;
২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য); ৩। ন্যাশনাল আইডি কার্ড -এর সত্যায়িত ফটোকপি;
৪। নির্ধারিত ফি জমাদানের রশিদের বিআরটিএ কপি;
৫। সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি;
ডুপ্লিকেট লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র:
১। নির্ধারিত ফরমে আবেদন।
২। জিডি কপি ও ট্রাফিক ক্লিয়ারেন্স।
৩। নির্ধারিত ফী বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
৪। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
সূত্র: ড্রাইভিং-লাইসেন্সের-আবেদন-প্রক্রিয়া-brta.gov.bd
Tags:
Read more...
1. Google Adsense Online Earning (a to z) I গুগল অ্যাডসেন্স কি? গুগল এডসেন্স থেকে আয় করার উপায়? অনুমোদনের নতুন নিয়ম ২০২৪
2. BRTA Exam Question Motor Driving Licence | ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন | ড্রাইভিং ভাইভা এবং লিখিত পরীক্ষা | SHOPNERBD (A to Z -১ম পর্ব)
3. BRTA Exam Question Motor Driving Licence 2 | ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন | ড্রাইভিং ভাইভা এবং লিখিত পরীক্ষা | SHOPNERBD (A to Z - ২য় পর্ব)
4. Stylist Blog Navigation Bar Pagenavi Blogger I আপনার ওয়েব সাইটের ব্লোগ পোস্টের পেইজ নেভিগেশনবার বসান | Stylist Page Navigation Bar
5. Driving Licence Application I Driving license fee 2024 - ড্রাইভিং লাইসেন্স আবেদন | ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে | ড্রাইভিং লাইসেন্স ফি ২০২৪
6. How to Create Account in BRTA Driving Licence I BSP Portal I বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন বিএসপি পোর্টালে রেজিষ্ট্রেশন করার পদ্ধতি
7. Government holidays Bangladesh 2024 | Calender | সরকারি সকল ছুটি সমূহ ২০২৪
nice
ReplyDelete