আস্সালামু আলাইকুম,, সম্মানিত ভিজিটরগন আজকে থেকে আমরা জানবো মোটর ড্রাইভিং লাইসেন্সের পরিক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে।
আমাদের ইতিপূর্বে একটা পোস্ট করা হয়েছে মোটর ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে, যারা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। মোটর ড্রাইভিং কি? মোটর ড্রাইভিং লাইসেন্স কি? কিভাবে করতে হয়? >> Driving Licence Application I Driving license fee 2024 - ড্রাইভিং লাইসেন্স আবেদন | ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে | ড্রাইভিং লাইসেন্স ফি ২০২৪
তাহলে শুরু করেন আমরা আজকের পোস্টের বিষয়ে চলে যাই!!
Table of Contents
- কুলিং ফ্যানের কাজ কী
- টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কী নির্দেশ করে ?
- গাড়ি স্টার্ট না হওয়ার কারন কী ?
- ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক ওয়েলে লেভেল কম থাকলে কী হতে পারে ?
- ক্লাচের কাজ কি?
- ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ-
- এয়ার ক্লিনারের কাজ
- টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন ?
- মবিলের কাজ কি ?
- পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি ?
- সাইলেন্সারের কাজ কি?
- ইঞ্জিনের কুলিং সিষ্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারনত কি ব্যবহৃত হয়?
- গিয়ার স্লিপ করার কারণ কি?
- ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে?
- স্পার্ক প্লাগ কোথায় থাকে?
- ফুয়েল ও বাতাসকে নিদ্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে-
- রেডিয়েটরের কাজ কি?
- চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করনীয় কী ?
- ইঞ্জিনের ওয়েলের মেয়াদ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কী পরিবর্তন অবশ্যই আবশ্যক ?
- ইঞ্জিনের মবিল কত কিঃ মিঃ চালানোর পর বদল করা উচিত ?
- গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেট্রোলাইড এর লেভেল কমে গেলে কী ব্যবহার করতে হবে ?
- হেড লাইট না জ্বললে প্রথমে কী চেক করতে হয় ?
- টায়ার বাষ্ট হলে গাড়ি নিয়ন্ত্রন রাখার জন্য-
- লুব ওয়েল কোথায় দিতে হয়?
- ডিসটিল্ড ওয়াটার কোথায় ঢালতে হয়?
- গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই-
মেকানিজম অব অটোমোবাইলস ইন সিম্পল টার্মস
১। কুলিং ফ্যানের কাজ কী ?
উত্তরঃ রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা
ক। রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা
খ। ইঞ্জিন অয়েলকে ঠান্ডা করা
গ। ব্রেক অয়েলকে ঠান্ডা করা
ঘ। ব্যাটারীকে ঠান্ডা করা
২। টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কী নির্দেশ করে ?
উত্তরঃ ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা
ক। ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা
খ। গিয়ার বক্সের কার্যকারী তাপমাত্রা
গ। রেডিয়েটরের কর্যকরী তাপমাত্রা
ঘ। গাড়ির কার্যকারী তাপমাত্রা
৩। গাড়ি স্টার্ট না হওয়ার কারন কী ?
উত্তরঃ প্রয়োজনীয় জ্বালানী না থাকলে
ক। গাড়িতে ব্রেক ওয়েল না থাকলে
খ। গিয়ার ওয়েল না থাকলে
গ। প্রয়োজনীয় জ্বালানী না থাকলে
ঘ। ক্ল্যাস ওয়েল না থাকলে
৪। ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক ওয়েলে লেভেল কম থাকলে কী হতে পারে ?
উত্তরঃ ব্রেক ফেল
ক। ব্রেক ফেল
খ। ইঞ্জিন ওভারহিট
গ। কালো ধোয়া
ঘ। বিকট আওয়াজ
৫। ক্লাচের কাজ কি?
উত্তরঃ উপরের সবগুলি
ক) গাড়ির গতি কম ও বেশী করা
খ) ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা
গ) গাড়িকে নিউট্রাল করা
ঘ) উপরের সবগুলি
৬। ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ-
উত্তরঃ উপরের সবগুলি
ক) কুলিং ফ্যান কাজ না করলে
খ) রেডিয়টরে পানি ও মবিল না থাকলে বা কম থাকলে
গ) উপরের সবগুলি
৭। এয়ার ক্লিনারের কাজ-
উত্তরঃ বাতাস পরিষ্কার করা
ক) ইঞ্জিনকে ঠান্ডা করা
খ) বাতাস ও পেট্রোল এর মিশ্রণ তৈরী করা
গ) বাতাস পরিষ্কার করা
ঘ) ইঞ্জিন চালু করতে সহায়তা করা
৮। টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন ?
উত্তরঃ উপরের সবগুলো
ক) চাকার এলাইনমেন্ট সঠিক না থাকিলে
খ) চাকার হাওয়া কম বা বেশী থাকিলে
গ) অতিরিক্ত মালামাল বহন করিলে
ঘ) উপরের সবগুলো
৯। মবিলের কাজ কি ?
উত্তরঃ উপরের সবগুলো
ক) ইঞ্জিনের ঘূর্ণয়ামান যন্ত্রাংশকে পিচ্ছিল করা
খ) ঘূর্ণমান যন্ত্রাংশের ক্ষয়রোধ করে
গ) ইঞ্জিন আংশিক ঠান্ডা রাখে
ঘ) উপরের সবগুলো
১০। পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি ?
উত্তরঃ ১টি
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
১১। সাইলেন্সারের কাজ কি?
উত্তরঃ শব্দকে নিয়ন্ত্রণ করা
ক) শব্দকে নিয়ন্ত্রণ করা
খ) ধোঁয়া নির্গমন করা
গ) বায়ু দূষণমুক্ত করা
ঘ) ইঞ্জিনের গরম বাতাস বের করে
১২। ইঞ্জিনের কুলিং সিষ্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারনত কি ব্যবহৃত হয়?
উত্তরঃ পানি
ক) তৈল
খ) গ্যাস
গ) পানি
ঘ) ডিজেল
১৩। গিয়ার স্লিপ করার কারণ কি?
উত্তরঃ উপরের সবগুলো
ক) গিয়ারের দাঁত ভাঙ্গা থাকিলে
খ) ক্লাচ ঠিক মতো কাজ না করলে
গ) গিয়ার ভালো ভাবে সংযোগ না হলে
ঘ) উপরের সবগুলো
১৪। ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে?
উত্তরঃ এয়ার লক
ক) এয়ার লক
খ) ডেপার লক
গ) অটো লক
ঘ) এন্টি লক
১৫। স্পার্ক প্লাগ কোথায় থাকে?
উত্তরঃ পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে
ক) ডিজেল ইঞ্জিনের ব্লকে
খ) পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে
গ) কার্বুরেটরের ভেতরে
ঘ) ডিস্ট্রিবিউটরের মধ্যে
১৬। ফুয়েল ও বাতাসকে নিদ্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে-
উত্তরঃ কার্বুরেটর
ক) এয়ার ক্লিানার
খ) স্পার্ক প্লাগ
গ) কার্বুরেটর
ঘ) মিক্সার
১৭। রেডিয়েটরের কাজ কি?
উত্তরঃ পানি ঠান্ডা করা
ক) পানি ঠান্ডা করা
খ) রেডিও চালনা
গ) জয়েন্ট পাটর্স
ঘ) কোনটি নয়
চালকের দায়িত্ব ও কর্তব্য
১। চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করনীয় কী ?
উত্তরঃ সুবিধামতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে
ক। গাড়ি চালিয়ে যেতে হবে
খ। সুবিধামতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে
গ। গাড়ি ব্রেক করতে হবে
ঘ। আস্তে আস্তে এগিয়ে যেতে হবে
২। ইঞ্জিনের ওয়েলের মেয়াদ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কী পরিবর্তন অবশ্যই আবশ্যক ?
উত্তরঃ ইঞ্জিন ওয়েল ফিল্টার
ক। এয়ার ফিল্টার
খ। ইঞ্জিন ওয়েল ফিল্টার
গ। গিয়ার ওয়েল ফিল্টার
ঘ। ফুয়েল ফিল্টার
৩। ইঞ্জিনের মবিল কত কিঃ মিঃ চালানোর পর বদল করা উচিত ?
উত্তরঃ প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল/হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল/কিলোমিটার চলার পর
ক) ২,৫০০ কিঃ মিঃ
খ) ৪,০০০ কিঃ মিঃ
গ) ৮,০০০ কিঃ মিঃ
ঘ) প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল/হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল/কিলোমিটার চলার পর
৪। গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেট্রোলাইড এর লেভেল কমে গেলে কী ব্যবহার করতে হবে ?
উত্তরঃ ডিস্টিল্ড ওয়াটার
ক। নদীর পানি
খ। মিনারেল ওয়াটার
গ। ডিস্টিল্ড ওয়াটার
ঘ। সাগরের পানি
৫। হেড লাইট না জ্বললে প্রথমে কী চেক করতে হয় ?
উত্তরঃ নির্ধারিত ফিউজ
ক। নির্ধারিত ফিউজ
খ। নির্ধারিত লাইন
গ। ইঞ্জিন ওয়েল
ঘ। সুইচ
৬। টায়ার বাষ্ট হলে গাড়ি নিয়ন্ত্রন রাখার জন্য-
উত্তরঃ এক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত ষ্টিয়ারিং ধরে রাখা
ক) তাৎক্ষনিকভাবে ব্রেক প্রয়োগ করুন
খ) এক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত ষ্টিয়ারিং ধরে রাখা
গ) গিয়ার নিরপেক্ষ অবস্থানে রাখুন
ঘ) গাড়ি এক পার্শ্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন
৭। লুব ওয়েল কোথায় দিতে হয়?
উত্তরঃ হেড কভারে
ক) হেড কভারে
খ) ব্যাক কভারে
গ) জয়েন্ট পাটর্স
ঘ) ফুয়েল গেজে
৮। ডিসটিল্ড ওয়াটার কোথায় ঢালতে হয়?
উত্তরঃ ব্যাটারিতে
ক) কার্বুরেটরে
খ) রেডিয়েটারে
গ) ব্যাটারিতে
ঘ) ইয়ার ক্লিনারে
৯। গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই-
উত্তরঃ ক্লাচ পেডেল চাপ দিতে হবে
ক) ব্রেক পেডেল চাপ দিতে হবে
খ) ক্লাচ পেডেল চাপ দিতে হবে
গ) এক্সিলেটর পেডেল চাপ দিতে হবে
ঘ) গাড়ির গতি কমাতে হবে
--অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।।।
Tag:
professional motor driving licence, brta motor driving licence, non professional motor driving licence, motor driving licence fee, motor driving licence apply, brta-exam-question-motor-driving-licence.html